শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
No menu items!
spot_img

পিরোজপুরে নারিকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যাক্তি। তিনি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে এবং ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানাগেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেয় একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ থানায় অভিযোগ দেন এবং তার স্বজন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ঝন্টুকে জানায়।

 

ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে রুবেল ঝন্টুকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ৯ দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল তার সাথে থাকা চাকু দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়।

 

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: খায়রুল বাশার জানান, আজ সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular