রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
No menu items!
spot_img

আমেরিকান নাগরিকের বাসায় ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

পটুয়াখালী জেলার কলাপাড়ায় আমেরিকান নাগরিকের বাসায় ডাকাতি ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. কাওসার, আশিষ গাইন ও শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলার শ্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার টেকনিক্যাল মোড়ের বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। এরপর কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।

১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার জনৈক আমেরিকা প্রবাসীর বাসায় ডাকাতি করে আসামিরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

যাওয়ার আগে ওই আমেরিকান নাগরিকের স্ত্রীকে একটি ঘরে আটকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় পর দিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular