বিপিএল একাদশ আসরের ড্রাফটে খেলোয়াড় বেছে নেওয়ার কাজ সম্পন্ন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লেয়ার্স ড্রাফট থেকে সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার কিনেছে তারা। ড্রাফট, রিটেইনড এবং সরাসরি চুক্তি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি ২২ সদস্যের দল গড়েছে। প্লেয়ার্স ড্রাফটে বরিশালের টেবিলে আলো ছড়িয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলে আরও একবার একই দলের হয়ে খেলতে দেখা যাবে দেশের ক্রিকেটের তিন তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এবার তাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে যুক্ত করে বরিশাল।
সব মিলিয়ে ফরচুন বরিশাল ২০২৫ বিপিএলের জন্য স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। রিটেনশন প্রসেস অনুযায়ী পছন্দের ক্রিকেটার তামিম ও মুশফিককে তারা ধরে রেখেছিল। এরপর ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে টেনে নেয়। রিশাদের সাথে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাইম হাসান।