সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

মোবাইল আসক্তির কারনে বন্ধ হয়ে যাচ্ছে সুবেহ মক্তব প্রথা

ফজরের নামাজের শেষে মাইকে মসজিদের মুয়াজ্জিনের ডাক পরতো ! শুরু হচ্ছে মক্তবের কার্যক্রম শিশুরা সবাই চলে আসো!

দল বেধে সেপারা হাতে নিয়ে মসজিদের বারান্দায় ছুটে আসতো শিশুদের দল! শুরু হতো ঘন্টাব্যপী ইসলাম শিক্ষার প্রাথমিক ধাপের শিক্ষা কার্যক্রম!

কালের ব্যবধানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে থাকা সেই সুবেহ মক্তব আজ বিলুপ্তির পথে!! এখন আর ফরজের নামাজের পরে মসজিদের মাইকে সুবেহ মক্তবের জন্য ডাক আসেনা!!

বরিশাল নগরীর বেশিরভাগ মসজিদের গেইট এখন ফজরের নামাজের পরে তালাবদ্ধ হয়ে যায়!

বাবা-মা তার সন্তান কেও দ্বীন ইলম শিক্ষার প্রথম ধাপের সেই পাঠদানে এখন আর পাঠায়না!

তবে বরিশাল নগরীতে এখনো বেশ কিছু যায়গায় চালু আছে ইসলামী জ্ঞান অর্জনের প্রাথমিক ধাপের এই কার্যক্রম! যেখানে সকালে আলো ফোটার সাথে সাথে দ্বীনি ইলম শিক্ষার এই কার্যক্রম শুরু হয়ে যায়! তবে অতীতের মত উল্লেখ যোগ্য সেই উপস্থিতি এখন আর চোখে পরেনা!

 

এক সময়ের বাধ্যতামূলক এমন শিক্ষা কার্যক্রম বর্তমানে বন্ধের উপক্রম! এতে করে ধর্মীয় জ্ঞান চর্চা থেকে বিমুখ হয়ে যাচ্ছে ভবিষ্যত প্রজন্ম!

 

মসজিদের ইমাম রা বলছেন  সুবেহ মক্তব তার জনপ্রিয়তা হারানোর অন্যতম কারনে সন্তানের পিতামাতার মোবাইল আশক্তি! বাবা মায়ের রাত জেগে মোবাইল দেখার কারনে এর মাশুল দিতে হচ্ছে তার সন্তানদের! কেননা রাতে শিশুরা দ্রুত ঘুমিয়ে পরলেও মোবাইল আসক্তির কারনে সন্তানের অভিভাবক রা গভির রাত অব্দি সজাগ থাকেন! যার কারনে ভোরে যথা সময়ে তারা নিজেরাই ঘুম থেকে উঠতে পারেন না! তাই সন্তান কে মক্তবে পড়তে পাঠানোর ব্যপারেও তারা নিতে পারেন না কোন কার্যকরী পদক্ষেপ!

ধর্মীয় বিশ্লেষকরা মনে করেন, মক্তব প্রথা বন্ধ হয়ে গেলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে! কেননা ছোটবেলায় যদি ধর্মীয় জ্ঞান মাথায় না থাকে ভবিষ্যতে সৃষ্টী হতে পারে উগ্রবাদ ও ধর্মীয় অবমাননার মত বড় অপরাধ!

এমতাবস্থায় পরিবার ও মসজিদ কমিটির সচেতনতা বৃদ্ধিতে নজর দেওয়া দরকার বলেই মনে করছেন অনেকে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular