পটুয়াখালী কুয়াকাটার কলাপাড়া এলাকায় এবার বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ১৫ কেজি ৭০০ গ্রাম ওজনের এক মেদ মাছ। মাছটি কুয়াকাটা মাছ বাজারে ডাকের মাধ্যমে সাড়ে ১৪ হাজারে বিক্রি হয়েছে। কলাপাড়া উপজেলার দক্ষিণ মুসুল্লীয়াবাদ গ্রামের জেলে খলিলের জালে মাছটি ধরা পরে।
শনিবার (৯ নভেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে খলিল।
পরবর্তীতে পাইকারি ক্রেতা ফিস ভ্যালীর (ডিএমডি) ব্যবসায়ী মো: হাসান মাছটি ৯০০ টাকা কেজি ধরে ১৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন।