বরিশালের মেহেন্দীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি মুদ্রাসহ নাঈম (২৮) নামের এক ডাকাত সর্দার গ্রেফতার করেছে কোস্টগার্ড। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ কোস্টগার্ড এ অভিযান চালায়। বুধবার রাত ৯টার দিকে তাকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দুর্ধর্ষ ডাকাত সদস্য নাঈম মেহেন্দীগঞ্জের দড়িচর খাজুরিয়া গ্রামের চুন্নু দেওয়ানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক জানান, দড়িচর খাজুরিয়া এলাকায় নাঈম ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও কালীগঞ্জ কোস্টগার্ড ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে নাঈমকে আটক করে। এসময় তার কাছে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা গুলি, ১টি চাইনিজ কুঠার ও বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া যায়। অস্ত্র, গুলি ও মুদ্রা জব্দ করে আটক নাইমকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, অস্ত্রসহ আটক নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।