রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
No menu items!
spot_img

চরফ্যাশনে জামায়াতে যোগদান বিএনপির ১০ কর্মীর দাবি, অস্বীকার বিএনপি নেতাদের

ভোলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে বিএনপির ১০ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চরফ্যাশন উপজেলা জামায়াত কার্যালয়ে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতারা।

জামায়াতে যোগদানকারীরা হলেন— চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী শাহে আলম হাওলাদার, তাইয়্যেব হাওলাদার, জাহাঙ্গীর, মফিজুর রহমান, কামাল হোসেন, তুহিন, রিপন আম্মান, আবু তাহের ও পারভেজ হোসেনসহ মোট ১০ জন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের সভাপতি নুরনবী আল মামুন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন ভুঁইয়া, পেশাজীবী সংগঠনের সভাপতি রুহুল আমীন এবং চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. হারুন অর রশিদসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভোলা- ৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, “ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন যোগদানকারীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

তবে বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, “ওই ব্যক্তিরা কেউ বিএনপির নেতা-কর্মী বা সমর্থক নয়। তারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত ৫ তারিখের পর তাদেরকে বিএনপির লোকজনের সঙ্গে চলাফেরা করতে দেখেছি।”

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু বলেন, “আমি বর্তমানে এলাকায় নেই। এলাকায় গেলে বিষয়টি যাচাই করে বলতে পারবো তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল কিনা।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular