রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
No menu items!
spot_img

ট্রলারে পৌঁছাতে দেরি হওয়ায় ৩ জেলেকে মারধর, একজনের মৃত্যু

পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে পৌঁছাতে দেরি করায় ট্রলার মালিক পক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সময় সাদ্দাম আকন (১৮) আসাদুল (২২) নামের আরও দুই জেলেকে মারধর করা হয়। 

শুক্রবার(৫ সেপ্টেম্বর) দুপুরে আহত জেলে হেলালকে উদ্ধার  করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হেলাল মঠবাড়িয়া এলাকার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে মারধরের ঘটনা ঘটে।

নিহত জেলের স্বজন ও আহত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় মন্টু ফরাজীর মালিকানাধীন ট্রলার। কিন্তু মঠবাড়িয়া থেকে ওই তিন জেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে অনেক দেরি করেন। রাত ৯টার পর তারা এসে পৌঁছালে দেরি করার অজুহাতে তাদের মন্টু ফরাজীর নেতৃত্বে বেধড়ক মারধর করেন মালিক পক্ষের তিন ব্যক্তি। পরে মাছ ধরার উদ্দেশ্যে তাদের সাগরে পাঠালে সেখান বসে ওই তিনি জেলের অবস্থার অবনতি হয়। দুপুরে তাদের সাগর থেকে ঘাটে ফিরে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ট্রলার মালিক মন্টু ফরাজী (৪৮), তার সহযোগী সোহাগ হাওলাদার (৩০) ও মেশারেফকে পুলিশ প্রাথমিকভাবে চিহ্নিত করলেও তাদের আটক করতে পারেনি। তাদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় মহিপুর থানা পুলিশ।

এ বিষয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান অপু বলেন, হেলাল নামে একজনকে মৃত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে মারধরের চিহ্ন দেখা গেছে।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular