ঝালকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকায় মদপানে সুমন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে শ্মশান কলপাড় এলাকায় অতিরিক্ত মদ্যপান করে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটি অতিরিক্ত মদ্যপানের অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।