রবিবার, জুলাই ৬, ২০২৫
No menu items!
spot_img

ফরচুন বরিশালের মালিকের বিরুদ্ধে বরিশালে হত্যাচেষ্টার মামলা

বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের কর্নধার ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে বরিশালে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন শিকদার বাদি হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন, মামলায় ১৪ নাম্বার আসামী করা হয়েছে মিজানুর রহমান কে।

গত ৯ ই অক্টোবর রাতে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

এছাড়াও এই মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে ১নং আসামি শেখ হাসিনা বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতেন। তার হুকুমে আওয়ামী লীগ ক্যাডার বাহিনীতে পরিণত হয়। তারা বিভিন্ন সময়ে সশস্ত্র মহড়া দিয়ে নগরে ত্রাসের রাজত্ব কায়েম করে।

 

জনমনে আতংকের লক্ষে শহরের বিভিন্ন সড়কের মোড়ে ও অলিতেগলিতে সশ্রস্ত্র অবস্থায় অবস্থান করত।

সাধারণ মানুষ ১নং আসামির স্বৈরাচারী আচরণের কোনো প্রতিবাদ করিলেই অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাপাইয়া পড়ত। ঘটনার পূর্ব থেকেই ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য ১নং আসামির হুকুমে অন্য আসামিরা অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শান্তি মিছিলে আসামিরা হামলা করে।

উল্লেখ্য, ওই হামলায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়েছিল।

গত ১৯ জুলাই নগরের সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শান্তি সমাবেশে হামলার অভিযোগ এনে ৯ ই অক্টোবর বুধবার মামলাটি দায়ের করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে।

এ ছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সাবেক দুই সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকসহ মোট ৫৫৬ জনকে নামধারী আসামি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular