সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

জায়গামতো পৌঁছে দিলেই পাঁচ হাজার টাকা পেতাম

পটুয়াখালীর কলাপাড়ায় ছয় কেজি গাজা ও দুই বোতল ফেনসিডিলসহ সুজন নামের এক যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার কুয়াকাটা সংলগ্ন আলীপুর ব্রিজের টোল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

আটক সুজন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ঘেরামারা গ্রামের সুজনের হাওলাদারের ছেলে।

সুজন নিজেকে রাজমিস্ত্রি দাবি করে বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। ঢাকায় আমার ভাইয়ের বাসায় বেড়াতে যাই। সেখান থেকে একজন ফোন করে এই পার্সেলটি কুয়াকাটায় পৌঁছে দিতে বলেন। পার্সেলটি পৌঁছে দিলে যাতায়াত খরচসহ পাঁচ হাজার টাকা পেতাম। তবে এখানে যার নম্বর দিয়েছেন এটা পৌঁছে দেওয়ার জন্য তার নম্বর বন্ধ পাচ্ছি। তবে কে দিয়েছেন বা কার কাছে পৌঁছে দিতে হবে সেই ব্যক্তিকে না চেনার কথা বলেন সুজন।

পুলিশ জানায়, আলীপুর টোলপ্লাজা এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় একটি ব্যাগে হলুদ পলিথিনে মোড়ানো ছয় কেজি গাজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার নামে এর আগেও থানায় মাদক মামলা রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তিনি একাধিক মাদক মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে কারা জড়িত সেটা খুঁজে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular