সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

বরিশাল অঞ্চলে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা বরিশাল অঞ্চলিক কেন্দ্রে নেয়ার দাবি জানানো হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানায় বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরাম।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর বরিশাল জেলাসহ এ বিভাগে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলা আছে। প্রতি বছর এখান থেকে বিশাল সংখ্যক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

এই বিভাগের অধিকাংশ জেলা ও থানা দ্বীপ অঞ্চলে। ফলে নানা ভোগান্তি সহ্য করে শিক্ষার্থীরা এখানে আসে। তাছাড়া এই অঞ্চলে শিক্ষার হার বেশি। এ বছর ভর্তি পরীক্ষায় বিভিন্ন অঞ্চল রাখা হলেও বরিশালকে বিবেচনা করা হয়নি। যা খুবই দুঃখজনক। তাই অবিলম্বে বরিশালে ভর্তি পরীক্ষার কেন্দ্রের দাবি করা হয়।

অধ্যাপক নেছার উদ্দিন বলেন, এ বছর আঞ্চলিক কেন্দ্রে বিভক্ত করে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। কিন্তু খুবই দুঃখজনক বরিশাল অঞ্চলে কোন কেন্দ্র রাখা হয়নি। অথচ এই বিভাগের অধিকাংশ জেলা দ্বীপ অঞ্চলে এবং নগরী থেকে বিচ্ছিন্ন। ফলে নানা ভোগান্তি সহ্য করে শহরে আসতে হয়।

অনেক শিক্ষার্থী প্রতি বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তারা অনেক কষ্ট করে আসেন। অন্য অঞ্চলের মতো এখানেও কেন্দ্র দিয়ে এই ভোগান্তি কমানো হবে বলে প্রত্যাশা করেন তিনি।

মানববন্ধনে ফোরামের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরআগে, ২০২৪-২৫ সেশনে ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে নেয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular