সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

ডাকাতদের চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

বরগুনার বামনা উপজেলায় ডাকাতদের হামলায় মোসা. ফাতেমা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাকচিড়া নামক এলাকার জোয়াদ্দার বাড়ির খোরশেদ জোয়াদ্দারের স্ত্রী।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ফাতেমা বেগমের দুই ছেলেই সৌদি প্রবাসী। গ্রামের বাড়িতে শতবর্ষী স্বামীর সঙ্গে একাই থাকতেন ফাতেমা বেগম। রাতে ডাকাত দলের সদস্যরা বাড়িতে গিয়ে দরজা খুলতে বললে কিছু না বুঝেই ঘরের দরজা খুলে দেন। পরে ঘরে প্রবেশ করে ডাকাতি করার সময় ডাকাতদের চিনে ফেলায় ফাতেমা বেগমকে হত্যা করে পালিয়ে যান ডাকাতরা।

নিহত ফাতেমা বেগমের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, রাত ৯টার সময়ও বোনের সঙ্গে আমার বড় ভাইয়ের মোবাইল ফোনে কথা হয়। পরে রাত ৩টার দিকে খবর পাই ডাকাতের হাতে আমার বোন নিহত হয়েছেন। এলাকায় কারো সঙ্গে কোনো প্রকার ঝামেলা ছিল না বলেও জানান তিনি।

নিহতের ভাইয়ের ছেলে আবু জাফর বলেন, আমার ফুপুর দুই ছেলে সৌদি প্রবাসী। বাড়িতে তেমন কেউ না থাকার সুযোগে ঘরে টাকা-পয়সা ও দামি মালামালসহ স্বর্ণালংকার থাকতে পারে এমন চিন্তায় ডাকাতরা হামলার ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা শাখা ও পুলিশের দুটি টিম কাজ শুরু করছে। এছাড়াও ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ জানালে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular