সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীতে কচ্ছপ ক্রয়-বিক্রির দায়ে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার উদ্ধারকৃত ৪টি সুন্ধি কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।  

রোববার ( ১৭ নভেম্বর) রাতে শহরের লঞ্চঘাট এলাকার মেসার্স নাবিলা ফিস আড়তের মো. সোহেল হাওলাদারকে কচ্ছপ ক্রয়-বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর বলেন, ‘কচ্ছপ এক ধরনের বন্য প্রাণী যা প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত এবং কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। তাই সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে কচ্ছপ বিক্রির অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছ থেকে ৪টি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।’

এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্য আসাদুল্লাহ হাসান মুছা বলেন, আমাদের কাছে তথ্য ছিলো ওই মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কচ্ছপ বিক্রি করে আসছেন। তারই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় গোপন তথ্য পেয়ে তার দোকানে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular