সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

ববির সব কমিটি থেকে প্রফেসর ড. নাজমুলকে অপসারণে ৩ দিনের আল্টিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অ্যাকাডেমিক কাউন্সিল, পরীক্ষা কমিটি ও পূর্বের চাকরি গণনা কমিটি পদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাবি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে স্থান দেওয়ার পর তাকে ৩ কার্যদিবসের মধ্যে তার পদসমূহ থেকে অপসারণ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়।

রোববার (১৭ নভেম্বর) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এর ছাত্র জনতার অভুত্থাণ বিরোধী ব্যক্তিকে (প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল, পরীক্ষা কমিটি ও পূর্বের চাকরি গণনা কমিটি পদে স্থান দেওয়া যা পরাজিত শক্তিকে পুনর্বাসন করার শামিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বলতে চাই, ৩ কার্যদিবসের মধ্যে প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে উক্ত পদসমূহ থেকে অপসারণ করতে হবে।

পাশাপাশি ডিন নিয়োগে অনিয়ম এবং এখনো নোটিশ প্যাডে গণহত্যাকারী ফ্যাসিস্টের পুরোনো স্লোগান (“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”) প্রকাশ হচ্ছে। ববির প্রশাসনকে উক্ত বিষয়গুলো সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ‍‍`২৪ এর অভুত্থাণে পরাজিত শক্তিদের পুনর্বাসন হতে দিবে না।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর গঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পূর্বতন চাকরিকাল গণনার পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে আহ্বায়ক করা হয়। এর আগে ১৪ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে তাকে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular