সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

পটুয়াখালীতে ১৬ বছর পর উপজেলা বিএন‌পির জনসমাবেশ

দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার সকালে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে নেতাকর্মীদের উপস্থিতিতে বিএন‌পির জনসমাবেশ জন‌সমুদ্রে রূপ নেয়।

সদর উপজেলা বিএন‌পির সভাপ‌তি কাজী মাহবুব হোসেনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলা‌দেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও কে‌ন্দ্রিয় ওলামা দলের সাবেক মহাস‌চিব মাওলানা নেছারুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য স‌চিব স্নেহাংষু সরকার কুট্টি।

এ সময় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএন‌পির আহ্বায়ক আবদুর র‌শিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনুসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে পটুয়াখালীর বিএন‌পি অফিস ১৪ বার ভেঙে চুরমার করেছে, এমন‌কি অফিসের ফ‌্যানের পাখাগুলোও চু‌রি করে নিয়ে‌ গেছে। রাস্তায় নামতে পা‌রিনি, ঘরে ঘুমাতে পা‌রি‌নি, সন্তা‌নের খোঁজ নিতে পা‌রিনি, তারপরেও জেলার ম‌ধ্যে ছিলাম। কিন্তু দেশ থেকে আমাদের কেউ পা‌লিয়ে যায়‌নি। অথচ শেখ হা‌সিনা পা‌লিয়ে গেছে। দলের সদস্যদের কথা তিনি চিন্তা করেননি।

শহর এবং সদর উপজেলার ১৪‌টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মি‌ছিল নিয়ে জনসভাস্থলে উপ‌স্থিত হন নেতাকর্মীরা। এ সময় কারও হাতে ধানের ছড়া, জিয়াউর রহমানের প্ল্যাকার্ড ছিল। বিএন‌পি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দ‌ল, ম‌হিলা দল, কৃষকদলের নেতাকর্মীসহ দলের সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular