সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টির লক্ষ্যে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল অফিস।

বাকেরগঞ্জের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় স্কুলের অডিটরিয়ামে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক এইচ এম আখতারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার এফ এম আবদুর রহমান মাসুম। সভাপতিত্ব করেন বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

প্রধান অতিথি এইচ এম আখতারুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।

এছাড়া আবদুর রহমান মাসুম বলেন, বিভিন্ন স্লোগান সম্পৃক্ত শিক্ষা উপকরণ বিতরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণের মাঝে দুর্নীতি প্রতিরোধের মনোভাব তৈরি করা। নিজ এলাকায় যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম চোখে পড়লে দুদকের হটলাইন-১০৬ ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত ছাতা, টিফিন বক্স, পানির বোতল, খাতা, পার্স ও স্কেল বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular