রবিবার, জুলাই ৬, ২০২৫
No menu items!
spot_img

বরিশালে আইএইচটি’র ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

বরিশাল সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। এসব ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত ও ৮ জনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কর্তৃপক্ষ সভা করে এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানস কৃষ্ণ কুণ্ডু। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রাবাস এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ছাত্রত্ব স্থগিত হওয়া শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আইএইচটি’র রেডিওগ্রাফি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ জন্য তাকে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে চিকিৎসা গ্রহণপূর্বক সুস্থ না হওয়া পর্যন্ত তার ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। আর সতর্ক করা হয়েছে ফিজিওথেরাপি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র মহিনউদ্দিনকে।

এ ছাড়া ল্যাবরেটরি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র নাবিল মোস্তফা, ডেন্টাল তৃতীয় বর্ষের জোবায়েদ আলম অরিদ, একই অনুষদের মো. সাব্বির আহম্মেদ, ফার্মেসি তৃতীয় বর্ষের মো. মুকিম আলম, দ্বিতীয় বর্ষের মো. রাইসুল ইসলাম, ফিজিওথেরাপি তৃতীয় বর্ষের এসএম সাহিবুল ইসলাম উজ্জ্বল ও দ্বিতীয় বর্ষের মো. বেল্লাল এবং রেডিওগ্রাফি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফয়সাল আলম সূজার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর বরিশাল আইএইচটি শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২১ নভেম্বর দোষীদের শাস্তির সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular