সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

‘হিন্দুদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি’

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে সড়কে নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এসে সমাবেশে রূপ নেয়।

পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দেখা যায়, বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি, ছাত্র-জনতা বের হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং বাংলাদেশ থেকে দ্রুত ইসকন নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইসকন নিষিদ্ধের দাবি করছি। আমরা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular