রবিবার, জুলাই ৬, ২০২৫
No menu items!
spot_img

ভোলায় এক গৃহবধূর ট্রাভেল ব্যাগে মিলল ১৯ কেজি গাঁজা

ভোলায় মিতু আক্তার নামে এক গৃহবধূর ট্রাভেল ব্যাগ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিতু আক্তার ভোলা শহরের চরনোয়াবাদ ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ইলিশা লঞ্চঘাটে মিতু নামে ওই নারীর সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। এসময় দুটি ট্রাভেল ব্যাগে ১৯ কেজি গাঁজা মেলে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে থাকা গাঁজা জব্দ করা হয়েছে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে ১৯ কেজি গাঁজাসহ মিতু আক্তারকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি লক্ষ্মীপুর বা ফেনী থেকে এসব গাঁজা তিনি ভোলার দৌলতখান উপজেলায় নিয়ে যাওয়ার জন্যে এনেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular