সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে সংসদ নির্বাচন: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেছেন, ‘সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে এই মতবিনিময় সভা হয়।

আব্দুর রহমান মাছউদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী দিন দিন উন্নতি করছে, তাই আমরা জাতিকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।’

ইসি মাছউদ আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাঁদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাঁদের সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

সভায় জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular