বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে রিয়াজ হোসেন নামে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। পরে ওই মাছটি স্থানীয় একটি বাজারে কেজি প্রতি এক হাজার টাকা দরে ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিষখালী নদীর কালমেঘা নামক এলাকার বাজার সংলগ্ন একটি স্লুইস গেটে মাছটি ধরা পড়ে।
পাঙ্গাশ মাছটি বিক্রি করে জেলে রিয়াজ হোসেন বলেন, প্রতিদিনের মতোই সকালে কালমেঘা বাজারের পাশে স্লুইস গেটে বড়শি ফেলে অপেক্ষা করি। দীর্ঘ সময় পর বড়শি টেনে তুলতেই বিশাল আকৃতির ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ উঠে আসে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে কালমেঘা বাজারে নিয়ে গেলে মোঃ রাজু মিয়া নামে এক মাছ ব্যবসায়ী এক হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন।
ব্যবসায়ী মোঃ রাজু মিয়া বলেন, পাঙাস মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছি। ধারণা করছি ঢাকায় ভালো দাম পাওয়া যাবে। মাছটি ক্রয়ের পর দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।