রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
No menu items!
spot_img

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, একজন গ্রেফতার

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (০৩ ডিসেম্বর ২০২৫) বেতাগী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশ ধারাবাহিকভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সাইতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বেতাগী থানার সরিষামুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ সরিষামুড়ি এলাকায় অভিযান চালান।

অভিযানকালে মোঃ জাহিদুল ইসলাম (২৬) নামের এক যুবককে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারী ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনই তাদের প্রধান লক্ষ্য, এবং এ ধরণের অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular