বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
spot_img

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড!

বরিশাল নগরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) আসরের নামাজের পর নগরীর সিএন্ডবি রোড এলাকায় অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কটন স্পিনিং ভবনের একটি বন্ধ প্রশিক্ষণ কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি লক্ষ্য করেন কলেজের অফিস সহায়ক সমান্ত বিশ্বাস। তিনি দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কিছু তুলা পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, আল্লাহর রহমতে বড় ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

কলেজের সহকারী অধ্যাপক সেলিম আক্তার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি কক্ষটি ধোঁয়ায় আচ্ছন্ন। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ কক্ষে কীভাবে আগুন লাগলো, তা তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, কটন স্পিনিং ভবনের সুতা তৈরির প্রশিক্ষণ কক্ষে তুলা ও সুতা থাকায় আগুন লাগার পর প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular