বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির এমপি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব এইচ এম তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পরিকল্পিতভাবে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করা হয়েছে। দীর্ঘদিনের কারাবাস ও চিকিৎসায় অবহেলার কারণেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। বিশেষ করে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ক্ষমতায়নে বিএনপি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।