পটুয়াখালীর কুয়াকাটা একটি নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে ঘটনাস্থলে একজন কাঠমিস্ত্রি সহ দুজন শ্রমিক নিহত হয়েছে। সোমবার(০৪ নভেম্বর)দুপুর ১২ টায় কুয়াকাটা পৌর শহরের রাখাইন মার্কেট রোডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুয়াকাটা পৌর শহরের ৬ নং ওয়ার্ড নবীপুরের বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে কাঠমিস্ত্রি মোঃ কামাল(৪০) এবং একই এলাকার আব্দুর রহমান মৃধার ছেলে আবু বকর মৃধা(৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে রাখাইন মার্কেট রোড সংলগ্ন একটি আচারের দোকানের সংস্কার কাজ শুরু করে শ্রমিকরা।দুপুর ১২ টার দিকে হঠাৎ করে দুজন শ্রমিকের গায়ে ভেঙ্গে পড়ে দোকানের একটি পুরনো দেয়াল।ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে দুজন শ্রমিক।অন্য আর কোন শ্রমিক আহত হননি।
প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, “আমরা পাশেই কাজ করছিলাম হঠাৎ কিছু একটা ভেঙে পড়েছে এরকম শব্দ শুনে দৌড়ে এসে দেখি দেয়াল ভেঙে পড়ে আছে ,এবং তার নিচে দুজন শ্রমিক চাপা পড়েছে।আমরা দ্রুত আশেপাশের মানুষের সহযোগিতা নিয়ে বাঁশ দিয়ে দেয়াল সরিয়ে তাদের দুজনকে বের করে আনি।তাদের দেয়ালের নিচ থেকে বের করার আগেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।
মহিপুর থানার ওসি তদন্ত মোঃ নোমান বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে এসে তদন্ত শুরু করি।পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”