রবিবার, জুলাই ৬, ২০২৫
No menu items!
spot_img

বাংলাদেশ থেকে মানব পাচার ২ জন কে যাবজ্জীবন কারাদন্ড

প্রতারণামূলক ভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ২ টি ধারায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ জনকে ২টি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইবুনাল আদালত।

আজ মঙ্গলবার মানব পাচার অপরাধ ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ সোহেল আহমেদ এই রায় দেন।

রায় ঘোষনার সময় আদালতে একজন উপস্থিত থাকলেও বাকী দুইজন পালাতক রয়েছে।

রায়ে মামলায় ১ নং আসামী মোঃ জসিম উদ্দীনকে  যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে ২০ লক্ষ টাকা জরিমানা

এই মামলার আরেক আসামী পলাশকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা

এই মামলার অপর আসামী জান্নাতুল রহমান জুথিকে ২ ধারায় ১৪ বছরের  সশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত।

২০১৮ সালে বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার ১২১ জন লোক বিদেশে নেয়ার কথা বলে মামলার আসামীরা ভুক্ত ভোগীদের কাছ থেকে দেড় থেকে দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। এবং তাদেরকে অবৈধ পন্থায় ঢাকা থেকে ভারত, ভারত থেকে সিংগাপুর,  সেখান থেকে ফুজি, ফুজি থেকে ভানুয়াতু বিভিন্ন অবৈধ রুটে নিয়ে নির্জন একটি জায়গায় আটক রাখে।

এক পরজায়ে ভানিয়াতু পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে।

এঘটনায় বাদী হয়ে বরিশালের উজিরপুর উপজেলার মোফাজ্জল হোসেন ২০১৯ সালে মাবনপাচার আইনে ৭ জনের বিরুদ্ধ মামলা দায়ের করেন। এর মধ্যে দুইজনকে মামলা থেকে অব্যহতি ও দুইজন উচ্চ আদালত থেকে স্ট্রে অর্ডার নিয়েছেন। আজ বাকী তিন আসামীর রায় ঘোষনা করলো আদালত।

মামলায় আদালত ২৩ জন স্বাক্ষির মধ্যে ১১ জনের স্বাক্ষগ্রহন শেষে আজ এ রায় দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular