ভোলায় বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল-নছিমনের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের সাথে থাকা আরেক বন্ধু।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌর ১ নং ওয়ার্ডের কাইমুদ্দিন মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে মো.ইমন উপজেলার নীলকমল ইউনিয়নের মো.কালামের ছেলে এবং নেছারউদ্দিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে এবং আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।
সিয়ামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
আহত সিয়ামের এক নিকটাত্মীয় ও পুলিশ জানায়, সিয়াম এবং ইমান হোসেন একটি মোটরসাইকেল যোগে মঙ্গলবার সকালে তাদের বন্ধু নেসার উদ্দিনের বাড়ি বোরহানউদ্দিনের কালীগঞ্জ গ্রামে দাওয়াত খেতে যায়। বিকেলে দাওয়াত খেয়ে সিয়াম এবং ইমান চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেয়।
এসময় তাদের সঙ্গে নেসার উদ্দিনও চরফ্যাশন আসে। তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে যায়। মোটরসাইকেলটির গতি বেশি থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমানের মৃত্যু হয়।
মুমূর্ষু অবস্থায় সিয়াম এবং নেসারউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা (শেবাচিম) হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে নেসার উদ্দিনের মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যাঁর কারনে তারা বাইকটিকে কন্ট্রোল করতে পারেনি, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও নছিমন জব্দ করেছে। রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।