রবিবার, জুলাই ৬, ২০২৫
No menu items!
spot_img

ভোলার মেঘনা নদী থেকে তরুণীর ট্রলি ভর্তি লাশ উদ্ধার

ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ট্রলি ব্যাগ ভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই তরুণী বয়স ২৫ বছর এবং সে পরকীয়া প্রেমের বলি হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট নামক সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মেঘনা নদীতে একটি ট্রলি ব্যাগ ভেসে যাচ্ছিল। জেলেরা সেটি তুলতে যায়। এসময় তারা দেখেন, ব্যাগটিতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর অর্ধগলিত মরদেহ আছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে লঞ্চের কেবিনে হত্যার পর লাশ ট্রলি ব্যাগে ভরে মেঘনা নদীতে ফেলে দেয়া হয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মির্জাকালু নৌ-থানার উপপরিদর্শক (এসআই) উত্তম ঘোষ বলেন, লাশটির শরীরে বেশকিছু আঘাত রয়েছে। লাশের একাংশ পঁচে নষ্ট হয়ে গেছে। আমরা ধারণা করছি, ওই তরুণী পরকীয়া প্রেমের বলি হয়েছেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular