বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে গনধর্ষনের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে!
১৯ নভেম্বর রাতে বরিশাল নগরীর রুপাতলী আবাসিক এলাকার একটি ভবনের ২য় তলায় আটকে রেখে ওই কিশোরীকে রাতভর গনধর্ষন করে ২৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান আলী শোভন ও তার দলবল !
এ বিষয়ে ভুক্তভোগী ওই কিশোরীর ভাইয়ের সাথে কথা বললে তিনি জানান! নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নগরীর রুপাতলী আবাসিক এলাকায় পৌছান তিনি ও তার ১৬ বছর বয়সী বোন! এ রুপাতলি এলাকায় বসবাসরত এক বন্ধুর সাথে দেখা করতে বাড়ির ২য় তলায় উঠলে! বাড়ি মালিক যুবদল নেতা ইমরান আলী শোভন ও তার দলবল মিলে রাস্তায় দাড়ীয়ে থাকা ওই কিশোরীকে জোর পুর্বক তুলে নিয়ে একটি কক্ষে আটকে রেখে প্রথমে চাদা দাবী পরে চাদা না দিতে পারায় শোভন ও তার অপর ২ সঙ্গী মিলে ওই কিশোরীকে রাতভর ধর্ষন করে!
এ সময়ে ভুক্তভোগী ওই কিশোরীর ভাই কেও একটি কক্ষে আটকে রেখে মারধর করেন শোভন ও তার সঙ্গীরা!
২০ তারিখ সকালে ধর্ষনের বিষয়টি কাউকে না জানানোর শর্তে একটি খালি স্ট্যাম্পে সই রেখে ভুক্তভগী কিশোরি ও তার ভাই কে ছেড়ে দেয় সন্ত্রাসীরা!
এই ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ওই কিশোরী বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দারস্ব হলে বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষনিক রুপাতলি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের সাথে সম্পৃক্ত প্রধান অপরাধী যুবদল নেতা ইমরান আলী শোভন কে গ্রেফতার করতে সক্ষম হয়!
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ধর্ষনের সাথে সম্পৃক্ততা থাকায় শোভন কে গ্রেফতার করেছে পুলিশ, এই ঘটনায় অপর আসামীদের গ্রেফতারেও অভিযান চলমান রয়েছে