সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

বরগুনায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (জুলাই) দুপুরের দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা নামক এলাকায় ঘটনা ঘটে। 

 

নিহত ওই দুই শিশু হলো- বরগুনা সদর উপজেলার পাতাকাটা নামক এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)। তারা একে অপরের প্রতিবেশী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুনায়েদ ও ইয়াসিন তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল। এসময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর বিষয়টি নজরে আসলে জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, পানিতে পড়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular