সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
spot_img

বরগুনায় ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৩ হাজার

বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জনে। এরমধ্যে সবশেষ বিপ্লব নামে এক ব্যবসায়ীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

 

সোমবার (৩০ জুন) রাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয় তার। তিনি বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭৩ জন, বেতাগীতে ১, পাথরঘাটায় ২, তালতলীতে ৬ এবং বামনায় ১১ জন রয়েছেন।

 

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২১৭ জন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩, আমতলীতে ৮, বেতাগীতে ২, বামনায় ১৫, পাথরঘাটায় ৩ এবং তালতলীতে ৬ জন।

 

এছাড়া জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছেন বরগুনা সদর উপজেলার বাসিন্দারা-মোট ২ হাজার ৭৩০ জন। পাথরঘাটায় ১২০, বামনায় ৭৯, তালতলীতে ৩৭, আমতলীতে ৩০ এবং বেতাগীতে ২৯ জন আক্রান্ত হয়েছেন।

 

অন্যদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং দুজনের বাড়ি বেতাগী উপজেলায়।

 

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত বাড়ছে, ডেঙ্গুরোগীর সংখ্যাও বাড়ছে। এখনো চিকিৎসা সেবা নিয়ন্ত্রণে রয়েছে। তবে এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

 

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সবার সমন্বয়ে মশকনিধন কার্যক্রম জোরদার করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular