বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
No menu items!
spot_img

‘মদ্যপ’ অবস্থায় সমুদ্রে ডুবে যাচ্ছিলেন পর্যটক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ‌‘অতিরিক্ত মদপান’ করে গোসলে নেমে ডুবে যাচ্ছিলেন এক পর্যটক। পরে তাকে জীবিত উদ্ধার করেছেন সৈকতে থাকা ফটোগ্রাফাররা।

সোমবার (৭ জুলাই) শেষ বিকেলে সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। উদ্ধার করা ওই পর্যটকের নাম সোহেল রানা (৪০)। তার বাড়ি গাইবান্ধায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মদ্যপ অবস্থায় ওই পর্যটক সৈকতে আসেন। একপর্যায়ে গভীর পানির দিকে চলে যেতে থাকেন। বিষয়টি লক্ষ্য করেন রুবেল নামের স্থানীয় একজন ফটোগ্রাফার। তিনি ও তার সঙ্গে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাকে সমুদ্রে নামতে নিষেধ করেন। তারপরও সমুদ্রে নেমে পড়েন রুবেল।

এর কিছুক্ষণ পরই তিনি সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। এসময় স্থানীয় কয়েকজন ফটোগ্রাফার তাকে উদ্ধার করেন। পরে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার রুবেল মিয়া বলেন, ‘সৈকতে এসে প্রথমে ওই পর্যটক কিছুটা মাতলামি করেন। পরে তিনি দৌড়ে সমুদ্রের দিকে চলে যান। এর কিছুক্ষণ পরই দেখতে পাই, তিনি সমুদ্রে তলিয়ে যাচ্ছেন। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করি।’

সৈকতের আরেক ফটোগ্রাফার রাকিব হোসেন বলেন, ‘তিনি প্রচুর পরিমাণে মদ খেয়েছেন। যে কারণে তার নিজের নামটি পর্যন্ত বলতে পারছেন না।’

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে পুলিশ বক্সে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এখন সুস্থতার দিকে। পরিবারের লোকজন এলে তাদের হাতে তুলে দেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular