বরগুনায় আদালত চত্বর থেকে মো. আল আমিন নামে পারিবারিক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পলাতক ওই আসামি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া নামক এলাকার মো. আলতাফ চৌকিদারের ছেলে।
রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বরগুনার আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।
আদালতের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আদালত মামলা নং ৩৬/১৮ সালের একটি পারিবারিক মামলার আসামি আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারির নির্দেশ দেন। পরে আসামি আল আমিন পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশনায় গত শনিবার বরগুনা থানা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। পরে রোববার তাকে আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ আল আমিনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এরপর কারাগারে নেওয়ার জন্য আদালতের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে ওঠানোর সময় আল আমিন হাত থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়।
আদালতের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, কারাগারে নেওয়ার সময় কৌশলে হাত থেকে হ্যান্ডকাফ খুলে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছেন।