বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
spot_img

কুয়াকাটায় ধরা পড়ল ৪ মণ ওজনের দুই পাখি মাছ!

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি পাখি মাছ। যা বৈজ্ঞানিকভাবেসেইল ফিশনামে পরিচিত। বিশাল আকৃতির এই মাছ দুইটির ওজন প্রায় ১৬০ কেজি বা মণ।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মাছ দুটি মহিপুর মৎস্য বাজারে বিক্রির জন্য আনা হলে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। বিশাল পৃষ্ঠীয় পাখনা ও লম্বাটে শরীরের কারণে মাছ দুটি মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।

স্থানীয় মৎস্য আড়তদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নৌকার পালের মতো বড় পৃষ্ঠীয় পাখনার কারণে উপকূলীয় অঞ্চলে এ মাছ ‘পাখি মাছ বা গোলপাতা’ নামে পরিচিত। সাধারণত বঙ্গোপসাগরের গভীর পানিতে এ ধরনের মাছ ধরা পড়ে।

 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজ বলেন, উপকূলীয় এলাকায় পাখি মাছের চাহিদা তুলনামূলক কম হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না। তাই সব সময় মাছগুলো বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়। পরে খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি মোট ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

 

মাছ দুটি প্রতি কেজি ১৫৬ টাকা দরে কিনে নেন ‘টিপু ফিস’-এর স্বত্বাধিকারী টিপু সুলতান। তিনি বলেন, ঢাকায় এই মাছের ভালো চাহিদা রয়েছে। বাড়তি দামে বিক্রির আশায় মাছগুলো প্রসেসিং করে রাজধানীতে পাঠানো হবে।

 

মাছ দুটি ধরে আনা জেলে কামাল মাঝি বলেন, জাল টানার সময় দেখি অন্য মাছের সঙ্গে বিরল এই দুটি পাখি মাছ উঠে এসেছে। এত বড় মাছ সচরাচর ধরা পড়ে না। কিন্তু চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি।

 

মাছটির ক্রেতারা জানান, পাখি মাছ অত্যন্ত বিরল এবং এটি বিদেশেও রপ্তানি করা হয়। দেশের নামিদামি রেস্টুরেন্টগুলোতে এই মাছের বিশেষ কদর রয়েছে। কেটে ও প্রসেসিং করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে ইকোফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সেইল ফিশ পৃথিবীর দ্রুততম মাছগুলোর একটি। এটি ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে চলতে পারে। শিকারের সময় রং পরিবর্তনের অসাধারণ ক্ষমতাও এ মাছের রয়েছে।

 

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular