পটুয়াখালীতে জামাইকে চা-বিস্কুট খাইয়ে আদর শেষে মেয়ের জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান জামাই অভিনাশ চন্দ্র (৪০)। জামাইকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করেন শ্বশুর। এরপর পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাই অভিনাশকে মাটিকাটার কোদাল দিয়ে মাথায় আঘাত করেন শ্বশুর। এতে ঘটনাস্থলেই অভিনাশের মৃত্যু হয়।
জামাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত শ্বশুর শান্তি চন্দ্রশীল (৬০), অভিনাশের স্ত্রী মনিকা ও তার পরিবারের অন্যরা।
নিহত অভিনাশ সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
ঘটনার পর নিহত অভিনাশের বাবা ঘটনাস্থলে এসে অচেতন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সিআইডির একটি টিম।
পরিদর্শন শেষে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।